মাঠে ফিরেই মেসির গোল


প্রকাশিত: ০৪:১৩ পিএম, ১৫ অক্টোবর ২০১৬

বেশ কিছুদিন ধরেই ইনজুরিতে লিওনেল মেসি। তাকে ছাড়া একদিকে আর্জেন্টিনা জাতীয় দল একের পর এক পরাজয় কিংবা ড্র করে যাচ্ছে, অপরদিকে বার্সেলোনাও রয়েছে খুব বেশি সমস্যায়। সর্বশেষ ৩ ম্যাচ থেকে তারা হারিয়েছে ৭ পয়েন্ট। অথ্যাৎ, মেসির অভাবটা বেশ ভালোভাবেই ভোগাচ্ছিল বার্সেলোনাকে।

নিজেদের মাঠে দেপোর্তিভো লা করুনার বিপক্ষে মাঠে নামার আগেই গতকাল বার্সা কোচ লুইস এনরিকে বলেছিলেন, মেসি পুরোপুরি ফিট মাঠে নামার জন্য। অবশেষে ঠিকই মাঠে নেমেছেন ফুটবলের রাজপুত্র। নেমেই গোল পেলেন তিনি।

সার্জিও বুস্কেটসের পরিবর্তে ৫৫ মিনিটে মাঠে নামেন লিওনেল মেসি। নেমেই তিন মিনিট পর গোল। ৫৮তম মিনিটে নেইমারের পাস থেকে বল পেয়ে বাম কোন থেকে বাম পায়ের সেই ট্রেডমার্ক শট। জড়িয়ে গেলো দেপোর্তিভোর জালে। সঙ্গে সঙ্গেই নেইমার-সুয়ারেজদের আলিঙ্গনে বন্দী হলেন মেসি।

তার আগেই অবশ্য তিনটি গোল দিয়ে রেখেছিল বার্সা। যার দুটি এসেছে রাফিনহার কাছ থেকে এবং একটি লুইস সুয়ারেজের কাছ থেকে।

আইএইচএস/এএম

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।