শেবাচিম বন্ধ, হল ত্যাগের নির্দেশ


প্রকাশিত: ১০:১৬ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৫

ছাত্রীদের নিরাপত্তার কারণে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) তিন সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সন্ধ্যার আগে সকল ছাত্রীকে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১টায় একাডেমিক কাউন্সিলের বৈঠকের পর এ ঘোষণা দেন কলেজ অধ্যক্ষ ড. ভাস্কর সাহা।

কলেজ অধ্যক্ষ ড. ভাস্কর সাহা জানান, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে গত মে মাসে সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে চারতলা ভবন নির্মান কাজ শুরু হয়। ভবনটি নির্মাণে মাটির তলদেশে গাড়তে হবে একশ পাইলিং। পাইলিং এর কাজ শুরুর সঙ্গে সঙ্গে ওই জমি সংলগ্ন পুরাতন হোস্টেলের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। এমনকি পাইলিং গাড়ার সময় পুরাতন হোস্টেল ভবনটি কাপতে থাকে। এ সময় সেখানে অবস্থারত ছাত্রীরা হোস্টেল ভবন ধসে পড়ার আশংকায় বাহিরে অবস্থান নেয়।

এখন পাইলিং গাড়া ছাড়াই হোস্টেলের বিভিন্ন স্থান থেকে প্লাস্টার খসে পড়ছে। বিভিন্ন স্থানের রড বের হয়ে গেছে। এ কারণে ছাত্রীদের নিরাপত্তায় কলেজ কর্তৃপক্ষ আগামী ৩ সপ্তাহের জন্য সেখানে অবস্থানরত সাড়ে ৩শ ছাত্রীর ক্লাস বন্ধ করে হোস্টেল ছাড়ার নির্দেশ দেন।

অধ্যক্ষ আরও জানান, ছুটির মধ্যে নতুন হোস্টেলের পাইলিং এর কাজ শেষ করা হবে। তারপর প্রকৌশলী এনে পরীক্ষা-নীরিক্ষায় পুরাতন আবাসন ভবনটি বসবাসের উপযোগী থাকলে ছাত্রীদের সেখানে উঠানো হবে। উপযোগী না থাকলে তাদের অন্যত্র আবাসনের ব্যবস্থা করা হবে।

কলেজের আবাসিক হলের ছাত্রীরা জানায়, নতুন ভবনটি শুরুর পূর্বে পুরাতন হোস্টেলের অবস্থাটা ভালভাবে জেনে তারপর কাজ করলে এ অবস্থার সৃষ্টি হতো না। এতে করে প্রফেশনাল ক্লাস না পাওয়ায় সমস্যায় পড়তে হবে বলে জানায় ছাত্রীরা।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।