ব্যাট হাতেই জবাব দিলেন যুবরাজ


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৪ অক্টোবর ২০১৬

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে যুবরাজ সিংকে দলে রাখেননি ভারতীয় নির্বাচকরা। এতে যুবির মনে ক্ষোভ জন্মেছে, এটা বলার অপেক্ষা রাখে না। ব্যাট হাতেই নীরবে নির্বাচকদের জবাব দিলেন বিশ্বকাপজয়ী এই তারকা অলরাউন্ডার।

রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিপক্ষে পাঞ্জাবের হয়ে দুর্দান্ত এক শতক হাঁকিয়েছেন ভারতীয় ক্রিকেটার। শেষ পর্যন্ত ২৯৫ বল মোকাবিলা করে ২৪টি চারের সাহায্যে ১৭৭ রানের ইংনিস খেলে ঈশ্বর পাণ্ডের শিকার হয়েছেন যুবরাজ। পাঞ্জাবের অধিনায়কও তিনি। দলকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন।

এদিকে, যুবির অসাধারণ এই ইনিংসে ভর করে মধ্যপ্রদেশের বিপক্ষে ৩৭৮ রানের পুঁজি সংগ্রহ করেছে পাঞ্জাব। জবাবে ব্যাট করছে নেমেছে মধ্যপ্রদেশ। এই রিপোর্ট লেখা পর্যন্ত মধ্যপ্রদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ২৯ রান।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।