ইতিহাসের পাতায় লেখা থাকবে আজহারের নাম


প্রকাশিত: ০৫:৪৭ এএম, ১৪ অক্টোবর ২০১৬

প্রথম এশিয়ান দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দিবা-রাত্রির টেস্ট খেলতে নামে পাকিস্তান। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে চলমান টেস্টে ২৬৮ বলে ১৪টি চারের মারে অপরাজিত ১৪৬ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছেন আজহার আলী।

এই ম্যাচের সেঞ্চুরি করার সুবাদে ইতিহাসের পাতায় লেখা থাকবে আজহারের নাম। কারণ, দিবা-রাত্রির টেস্টে প্রথম সেঞ্চুরিয়ান পাকিস্তানি এই ক্রিকেটার।   

এর আগেও অবশ্য দিবা-রাত্রির টেস্ট মাঠে গড়িয়েছিল। ২০১৫ সালে নভেম্বরে অ্যাডিলেডে প্রথমবারের মতো ডে-নাইট টেস্টে মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওই টেস্টে কোনো ব্যাটসম্যানই সেঞ্চুরির দেখা পাননি।

বোলারদের দাপটের ম্যাচটিতে সর্বোচ্চ ৬৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান পিটার নেভিল। আর ম্যাচটিতে কিউইদের ৩ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।   

প্রসঙ্গত, আজহার আলীর আজহার আলীর দুর্দান্ত সেঞ্চুরিতে ঐতিহাসিক টেস্ট ম্যাচটির প্রথম দিনটা পাকিস্তানের। দিন শেষে তাদের সঞ্চয় এক উইকেট হারিয়ে ২৭৯ রান। বড় সংগ্রহের পথেই রয়েছে মিসবাহ-উল-হকের দল।

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।