হলমার্কের বিরুদ্ধে আরও একটি মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৮ এএম, ৩০ জুন ২০১৪

ঋণ খেলাপির ঘটনায় হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও চেয়ারম্যান জেসমিন ইসলামকে প্রধান আসামি করে আরও একটি মামলা দায়ের করেছে সোনালী ব্যাংক। সোমবার সকালে ঢাকার প্রথম অর্থঋণ আদালত মো. রবিউজ্জমানের আদালতে সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে হোটেল শেরাটন (বর্তমানে রূপসী বাংলা) শাখার নির্বাহী কর্মকর্তা আব্দুস সালাম মামলাটি দায়ের করেন।

হলমার্ক গ্রুপের প্রতিষ্ঠান ববি ফ্লাট প্রিন্টিং লিমিটেডের বিরুদ্ধে ১৩ কোটি ৬২ লাখ ৮ হাজার হাজার ৮২৩ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলা দায়ের করা হয়। এটি হলমার্ক গ্রুপের বিরুদ্ধে সোনালী ব্যাংকের ১৫তম মামলা।

উল্লেখ্য, মেশিনারীজ আমদানির লক্ষ্যে ববি ফ্লাট প্রিন্টিং লিমিটেড সোনালী ব্যাংকের হোটেল শেরাটন শাখা থেকে ঋণ নেয়। এ ঋণ ২০১৪ সালের ১২ জানুয়ারি পর্যন্ত সুদসহ ১৩ কোটি ৬২ লাখ ৮ হাজার ৮২৩ টাকায় দাঁড়ায়। এ ঋণ পরিশোধ না করায় মামলাটি দায়ের করে সোনালী ব্যাংক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।