নিউজিল্যান্ড সফরে নতুন শুরুর স্বপ্ন মাশরাফির


প্রকাশিত: ০৭:২১ পিএম, ১২ অক্টোবর ২০১৬

টানা সাতটি সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হলো না বাংলাদেশের। ২৭৭ রানের বড় সংগ্রহ করেও উল্টো চার উইকেটের হারের স্বাদ পেতে হয় টাইগারদের। অথচ গত বছর থেকে টানা ছয়টি সিরিজ জিতে দারুণ আত্মবিশ্বাসী ছিলেন মাশরাফিরা। এ হারে হতাশ হলেও ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। আগামী নিউজিল্যান্ড সিরিজ থেকেই আবার নতুন করে সব শুরু করতে চান দেশসেরা এ পেসার।

বুধবার চট্টগ্রামের জহুর আহেমদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার মনে হয় নিউজিল্যান্ড সিরিজ থেকে নতুন করে শুরু করতে পারি। অবশ্যই হারের পক্ষে থাকা সব সময় বেদনাদায়ক। এটাই খেলার নিয়ম। আজকে যদি আমরা আগে বোলিং করতাম সংবাদ সম্মেলনে আমি পরে আসতাম। আমার কাছে তাই মনে হয়।’

এদিন দারুণ শুরুর পর শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। ২৭৭ রানের বড় সংগ্রহের পর বোলারদের ব্যর্থতায় হারতে হয় তাদের। তবে দ্বিতীয় ইনিংসে অতিমাত্রায় শিশির পড়ায় স্পিনাররা ব্যর্থ হওয়ায় হারের স্বাদ পেতে হয় মাশরাফিদের। তবে এ ম্যাচের হারে আগামী টেস্ট সিরিজে নেতিবাচক প্রভাব পড়বে না বলে বিশ্বাস করেন মাশরাফি।

‘এগুলোর প্রভাব আসলে পড়বে না। আমাদের এখনো দুইটা টেস্ট ম্যাচ রয়েছে। হয়তো বা আমি থাকছি না। কিন্তু যারা খেলবে বেশিরভাগ ওয়ানডে খেলোয়াড়ই থাকবে। তারা যদি ভালো খেলে তাহলে আত্মবিশ্বাসটা বৃদ্ধি পাবে। আমি যখন অধিনয়াকত্ব পেয়েছিলাম তখন হারের বৃত্ত থেকেই আমরা জেতা শুরু করি। এগুলো আসলে একটা নির্দিষ্ট সিরিজ নিয়ে ভিন্ন ভিন্ন চিন্তা হয়।’

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩০৯ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৫৩ বল বাকি থাকতে চার উইকেটে ২৭১ রান করেছিল বাংলাদেশ। কিন্তু শেষদিকের ব্যাটসম্যানদের ব্যর্থতায় অবিশ্বাস্যভাবে উল্টো ২১ রানে হেরে যায় সে ম্যাচ। এরপর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে দাঁড়িয়ে ৩৪ রানের জয় তুলে নিয়েছিল টাইগাররা।

উল্লেখ্য, আগামী ডিসেম্বরের শেষে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট ও একটি টি-টোয়েন্টি খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।