সাকিবকে ছাড়িয়ে গেলেন মাশরাফি


প্রকাশিত: ০৬:৫৬ পিএম, ১২ অক্টোবর ২০১৬

অনেকটা নীরবেই এগিয়ে গেলেন বাংলাদেশ দলের অন্যতম সফল অধিনায়ক ও দেশসেরা পেসার মাশরাফি বিন মর্তুজা। এতদিন ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক ছিলেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব আল হাসান। তবে বুধবার ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সর্বাধিক উইকেটের মালিক হয়ে যান মাশরাফি।

এদিন জস বাটলারকে বোল্ড করে সাকিবকে ছুঁয়েছিলেন মাশরাফি। এরপর মঈন আলিকে মাহমুদউল্লাহর তালুবন্দি করে সাকিবকে ছাড়িয়ে যান তিনি। বাংলাদেশের পক্ষে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ২১৬ উইকেট এখন মাশরাফির। ২১৫ উইকেট নিয়ে তার পেছনে রয়েছেন সাকিব।

তবে মাশরাফি ২১৬ উইকেটের একটি পেয়েছেন এশিয়া একাদশের হয়ে খেলে। একই সংস্করণের হওয়ায় সে উইকেটটি তার ক্যারিয়ারে যোগ হয়। ১৬৬ ম্যাচ খেলে ৪.৭০ ইকোনোমিতে এ কীর্তি অর্জন করেন মাশরাফি।

বাংলাদেশের সেরা পাঁচ বোলার
নাম                                  ম্যাচ       ইনিংস    উইকেট      সেরা         ইকোনোমি
মাশরাফি বিন মুর্তজা             ১৬৬        ১৬৬       ২১৬        ৬/২৬           ৪.৭০
সাকিব আল হাসান               ১৬৩        ১৬২       ২১৫        ৫/৪৭           ৪.৩২
আব্দুর রাজ্জাক                     ১৫৩        ১৫২      ২০৭        ৫/২৯           ৪.৫৬
মোহাম্মদ রফিক                   ১২৩        ১২২       ১১৯        ৫/৪৭           ৪.৩৯
রুবেল হোসেন                     ৬৯          ৬৯         ৮৮         ৬/২৬           ৫.৬৩

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।