৬ বছর আগের রেকর্ড ভাঙলেন তামিম-ইমরুল


প্রকাশিত: ১০:২১ এএম, ১২ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে খেলতে নেমে ৬ বছর আগের রেকর্ড ভাঙলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এদিন ইংলিশদের বিপক্ষে ওপেনিং জুটিতে সর্বোচ্চ ৮০ রানের দলের স্কোরশিটে যোগ করেন বাংলাদেশের দুই ওপেনার।

এর আগের রেকর্ডটিও অবশ্য তামিম-ইমরুলের দখলেই ছিল। ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতে ৬৩ রান করেছিলেন তারা। ওই ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিং করেছিলেন তামিম। এই জুটিতে তামিমের অবদান ছিল ৪৮ রান। আর ইমরুল ১৫ রান করে ব্রেসনানের শিকারে পরিণত হয়েছিলেন।

তামিম শেষ পর্যন্ত সেঞ্চুরি আদায় করে নিয়েছিলেন। ১২৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন টাইগার এই ওপেনার। দুর্ভাগ্যের বিষয়। তামিমের সেঞ্চুরিটি বিফলে গিয়েছিল। ওই ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে পরাজয় বরণ করেছিল বাংলাদেশ।

এনইউ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।