টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৮:১৩ এএম, ১২ অক্টোবর ২০১৬

অঘোষিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় এক দিনের ম্যাচটি খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশ ও ইংল্যান্ড। প্রথম ম্যাচে নিশ্চিত জয়ের পথে থেকে হারের পর দ্বিতীয় ম্যাচে দাপট দেখিয়েই জয় পায় টাইগাররা। এবার সিরিজ জয়ের মিশনে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলের অধিনায়ক জস বাটলার। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে।

গত তিন দিনের টানা বর্ষণের পর বুধবার দুপুরে বেশ কয়েকবার থেমে থেমে আসার পর প্রায় থেমে গেছে বৃষ্টি। ফলে ম্যাচ মাঠে গড়ানোর দারুণ সম্ভবনা তৈরি হয়। ইতোমধ্যেই দুই দলই মাঠের দুই পাশে অনুশীলনে নেমেছে।

বৃষ্টির কারণে এদিন একাদশ নির্বাচন নিয়ে কিছুটা জটিলতায় পরে টাইগার শিবিরকে। টানা বৃষ্টির কারণে উইকেট স্লো থাকায় একজন বাড়তি স্পিনারকে নিয়ে মাঠে নামাতে চাইলেও শেষ মুহূর্তে আগের ম্যাচের দল নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মূলত উইনিং কম্বিনেশন ভাঙতে না চাওয়ায় একই একাদশ নিয়ে মাঠে নামে টাইগাররা।

টাইগারদের একাদশে কোন পরিবর্তন না আসলেও ইংলিশ একাদশে দুটি পরিবর্তন এসেছে। জেসন রয় ও ডেভিড উইলির পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্যাম বিলিংস ও লিয়াম প্লাঙ্কেট।

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

ইংল্যান্ড একাদশ:
স্যাম বিলিংস, জেমস ভিন্স, বেন ডাকেট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস, জস বাটলার, মঈন আলী, ক্রিস ওয়াকস, আদিল রশিদ, জ্যাক বল, লিয়াম প্লাঙ্কেট।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।