থেমে থেমে চলছে বৃষ্টি


প্রকাশিত: ০৭:০০ এএম, ১২ অক্টোবর ২০১৬

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবরটা খুব বেশি সময় দীর্ঘস্থায়ী হল না। চট্টগ্রামে আবার শুরু হয়েছে বৃষ্টি। ফলে মাঠের পরিচর্যা কাজ বাদ দিয়ে আবারো মাঠ ঢেকে ফেলা হয়েছে।

গত দুই দিনের ন্যায় চট্টগ্রামের বুধবার সকালটাও ছিল বৃষ্টিস্নাত। কখনও গুড়ি-গুড়ি, কখনও আরেকটু বেশি। দুপুরের আগে বৃষ্টি থেমে যায়। আশার আলো দেখতে থাকে ক্রিকেটপ্রেমীরা। শুরু হয় মাঠ পরিচর্যার কাজ।

তবে সবাইকে হতাশ করে আবার শুরু হয় বৃষ্টি। এরপর দ্রুত পরিচর্যার কাজ বাদ দিয়ে কাভার দিয়ে পিচ ও মাঠ ঢেকে দেওয়া হয়। আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, চট্টগ্রামে আজ বজ্রসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারাদিনে বৃষ্টি হতে পারে ১১ থেকে ২২ মিলিমিটার। বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে দুপুর পর্যন্ত।

তবে আশার কথা হল দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা কম। সকাল থেকে বৃষ্টি হলে সেটা দুপুর কিংবা বিকেলের দিকে কমেও আসতে পারে।

আরটি/এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।