একাদশে পরিবর্তন আসতে পারে বাংলাদেশের


প্রকাশিত: ০৩:০৯ এএম, ১২ অক্টোবর ২০১৬

অঘোষিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় এক দিনের ম্যাচটি খেলতে আজ মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২.৩০ মিনিটে। তবে ম্যাচটা আদৌ মাঠে গড়াবে কি না সেটা নিয়ে প্রশ্ন আছে। কারণ, টানা দু’দিন ধরে চট্টগ্রামে চলছে বৃষ্টি।

এদিকে বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে একাদশ নির্বাচন নিয়ে কিছুটা জটিলতায় পড়তে হবে টাইগার শিবিরকে। টানা বৃষ্টির কারণে একজন বাড়তি স্পিনারকে নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। সে ক্ষেত্রে তাইজুল ইসলামকে জায়গা ছেড়ে দিতে হতে পারে নাসির হোসেন কিংবা মোসাদ্দেক হোসেন সৈকতের। তবে, টিম ম্যানেজমেন্টের একটা অংশ উইনিং কম্বিনেশন না ভাঙার পক্ষে।  

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:
তামিম ইকবাল, ইমরুল কায়েস, সাব্বির রহমান রুম্মান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত/তাইজুল ইসলাম, নাসির হোসেন, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।