টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ


প্রকাশিত: ০৫:৩৬ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

বিশ্বকাপকে সামনে রেখে আনুষ্ঠানিক প্রথম প্রস্তুতি ম্যাচে টসে জিতে ব্যাট করছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১০১ রান।   
 
সিডনির ব্ল্যাক টাউন অলিম্পিক পার্ক ওভালে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৯.৩০ মিনিটে। তবে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে টাইগাররা।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের শেষ বলে সাজঘরে ফিরেন ওপেনার এনামুল হক বিজয়। সোহেল খানের বলে শোয়েব মাকসুদের হাতে ক্যাচ তুলে দেন বিজয়। ১৩ বলে ৭ রান করে সপ্তম ‍ওভারের হ্যারিস সোহেলকে ফিরতি ক্যাচ দিয়ে আউট হন মুমিনুল হক।

তৃতীয় উইকেটে ঘুরে দাঁড়ানোর চেস্টায় বাংলাদেশ। জুটি বেঁধেছেন তামিম  ইকবাল ও মাহমুদুল্লাহ রিয়াদ। ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০১। ইনজুরি থেকে ফিরে  আসা তামিম ইকবাল ৪৪ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৪৩ রান নিয়ে ব্যাটিং করছেন।   

আগামী ১৪ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে ১১তম বিশ্বকাপের আসর বসবে। বাংলাদেশের প্রথম ম্যাচ ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানের বিপক্ষে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।