এবার মাশরাফিদের ইংল্যান্ড কোচের হুমকি

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:১৭ এএম, ১১ অক্টোবর ২০১৬

অঘোষিত ফাইনাল হয়ে ওঠা সিরিজ নির্ধারণী তৃতীয় এক দিনের ম্যাচটি খেলতে বুধবার মাঠে নামবে বাংলাদেশ ও ইংল্যান্ড। আর এ ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশকে এক প্রকার হুমকিই দিয়ে রাখলো ইংল্যান্ড কোচ ট্রেভর বেলিস।

সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে মাহমুদউল্লাহ-সাব্বিরের সঙ্গে বাটলারের উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ম্যাচ শেষে হাত মেলাতে আসলে তামিম ইকবালের সাথে বিবাদে জড়িয়ে পড়তে দেখা যায় ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকসকে। এবার ইংল্যান্ড কোচ জানিয়ে দিলেন, `মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে থাকলে তার দল আর ছেড়ে কথা বলবে না।`

এদিকে বাটলারের আউটকে কেন্দ্র করে উত্তেজনার ঘটনায় বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও সাব্বির রহমানের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আর ইংলিশ অধিনায়ক বাটলারকে তিরস্কার জানানো হয়েছে। তবে এ ক্ষেত্রে ইংলিশ কোচ বাটলারের কোনো দোষ খুঁজে পাচ্ছেন না।

`ম্যাচ রেফারির প্রতিবেদন তেমন একটা পড়ে দেখিনি। মাশরাফি-সাব্বিরকে জরিমানা আর জসকে সতর্ক করে দেওয়া হয়েছে। আমি মনে করি, জস তার নেতৃত্বকে কখনোই অপমানিত হতে দেবে না।`

শেষে একটু সতর্কবার্তাও শোনালেন নিজ শিষ্যদের প্রতি, `বাটলারের আবেগ নিয়ে আমার কোনো অভিযোগ নেই। তবে প্রতিক্রিয়া  নিয়ে আরেকটু সতর্ক হতে হবে।`

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।