সিরিজ জয়ের লক্ষ্যে চট্টগ্রামের পথে মাশরাফিরা


প্রকাশিত: ১২:১১ পিএম, ১০ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হেরে যায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ২৩৮ রানের পুঁজি নিয়েও ইংলিশদের ৩৪ রানে পরাজয়ের স্বাদ দিয়েছে মাশরাফি বাহিনী। এখন টাইগারদের সামনে ঘরের মাঠে টানা সপ্তম ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি।

ইংলিশদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের লড়াইটা আর ঢাকাতে হচ্ছে না। কেননা তৃতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সেই লক্ষ্যে ইউএস-বাংলা এয়ারলাইনস যোগে চট্টগ্রামের পথে রওনা হয়েছেন মাশরাফিরা।

মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ জয়ের স্বপ্ন নিয়েই বন্দরনগরে যাচ্ছেন, এটা বলা বাহুল্য। সামনের ম্যাচটি জিতলেই সিরিজ, দুই চোখে তাই আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের স্বপ্ন। বুধবার (১২ অক্টোবর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

এর পর ২০ অক্টোবর প্রথম টেস্টও শুরু হবে একই মাঠে। এর মাঝে এমএ আজিজ স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ইংলিশরা। প্রথম প্রস্তুতি ম্যাচ ১৪-১৫ ও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬-১৭ অক্টোবর।

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।