সিরিজ জয়ের আত্মবিশ্বাস পেয়েছেন তাসকিন


প্রকাশিত: ১০:২৮ এএম, ১০ অক্টোবর ২০১৬

প্রথম ওয়ানডেতে ইংলিশদের বিপক্ষে নিশ্চিত জয়ের পথে থেকেও হারতে হয়েছে টাইগারদের। হারের পর পুরো দল মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল, এমনটা সংবাদ সম্মেলনে বলেছিলেন খোদ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। তবে দ্বিতীয় ওয়ানডেতে উজ্জীবিত হয়ে দারুণ জয় তুলে সিরিজে সমতা ফিরিয়ে আনে বাংলাদেশ। আর এ জয় থেকেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলে জানিয়েছেন বাংলাদেশ দলের অন্যতম সেরা পেসার তাসকিন আহেমদ। নিজেদের সেরাটা খেলতে পারলে সিরিজ জয় সম্ভব বলে জানালেন এ তরুণ।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংলিশদের মোকাবেলা করবে বাংলাদেশ। সে লক্ষ্যে সোমবার দুপুরে চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা দেন টাইগাররা। যাওয়ার আগে টিম হোটেলে তাসকিন বলেন, ‘আসলে ফেবারিট বলে এগোনো কঠিন। তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আশা করি আমরা সিরিজ জিততে পারবো। জেতার পর অনেক আত্মবিশ্বাস গড়ে উঠেছে।’

দ্বিতীয় ম্যাচে তাসকিন আহমেদের প্রথম স্পেলে মাত্র দুই ওভার বল করে দেন ১৯ রান। তবে তার দ্বিতীয় স্পেলেই জয় নিশ্চিত হয় বাংলাদেশের। ইংলিশ ইনিংসের শুরুতে চার উইকেট তুলে নিলেও জনি বেয়ারস্টো ও জস বাটলার হুমকি হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্দান্ত বোলিং করে সে স্পেলে ৫ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে ফেরান এ ভয়ঙ্কর দুই ব্যাটসম্যানকে। এছাড়া তুলে নেন ক্রিক্স ওকসকেও।

‘ওরা সবাই পেসের বিপরীতে খুব শক্তিশালী। আমি ও মাশরাফি ভাই খুব ভালো বল করতে পেরেছি। যদিও আমার প্রথম স্পেলের একটা ওভার খুব খরুচে হয়ে গিয়েছিল। ওখানে আলাদা চেষ্টা করছিলাম শর্ট বল। পরে আসলে আমার শক্তির জায়গা পেসে ফিরে আসি।’

তবে ইংলিশদের শক্তিমত্তা সম্পর্কে জানেন তাসকিন। কিছুদিন আগেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসের সর্বোচ্চ রান করেন তারা। তাদের বিপক্ষে জয় পেতে সেরা ক্রিকেট খেলতে হবে জানেন তিনি, ‘এখন ম্যাচটা আরো বেশি জমে গিয়েছে। কোনো সন্দেহ নাই যে ইংল্যান্ড অনেক শক্তিশালী দল। আমরা যদি সেরাটা খেলতে পারলে জেতা সম্ভব।’

আরটি/এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।