নেতৃত্বের গুণাবলী অর্জনে শিক্ষার্থীদের প্রতি আহবান
সমৃদ্ধ ও শান্তিপূর্ণ দেশ গড়তে নেতৃত্বের গুণাবলী অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রোববার ছাত্র-শিক্ষক কেন্দ্র মিলনায়তনে ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ১ম বর্ষ সম্মান শ্রেণীর ছাত্র-ছাত্রীদের এক পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
সময়ের যথাযথ সদ্ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে উল্লেখ করে উপাচার্য বলেন, সার্বক্ষণিক পরিচর্যার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত মেধার বিকাশ ঘটাতে হবে। বড় কিছু অর্জনের লক্ষ্যে বড় স্বপ্ন দেখতে হবে।
ছাত্র নির্দেশনা ও পরামর্শদান দফতরের পরিচালক অধ্যাপক ড. শাহীন ইসলামের সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
আরএস/পিআর