ইনজুরিতে তামিম ইকবাল
জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবাল অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন। তবে তার ইনজুরিটি মারাত্মক কিছু নয় বলে জানিয়েছেন বাংলাদেশ দলের ফিজিও বিভব সিং।
সোমবার মনোবিদের সঙ্গে ক্লাস শেষে ব্যাট-বল নিয়ে মাঠে নেমে পড়েন ক্রিকেটাররা। ব্যাটিং অনুশীলনে তামিম ইকবালকে বল ছুড়ছিলেন তরুণ পেসার তাসকিন আহমেদ। তার একটি তীব্র গতির বল জুতোর উপর দিয়ে পায়ে আঘাত হানে তামিমের। এরপর খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছেড়ে যান তিনি। এরপর সোমবার আর অনুশীলন করতে পারেননি তামিম।
তবে বিভব সিংয়ের মতে তামিমের এই ইনজুরিটি মারাত্মক কিছু নয়, তামিম আঘাত পেয়েছেন ডান পায়ের গোড়ালির নিচে। জায়গাটি বেশ ফুলে গেছে। মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি না কমে তাহলে এক্স-রে করাতে হবে। তবে আঘাতটি মারাত্মক কিছু নয়। আশা করি দ্রুতই সেরে উঠবে সে।