পাকিস্তান লিগে সর্বোচ্চ দাম পাচ্ছেন সাকিব


প্রকাশিত: ০৭:৪৯ এএম, ০৯ অক্টোবর ২০১৬

পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক দ্বিতীয় বারের মতো আয়োজিত ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ পিএসএলে (পাকিস্তান সুপার লিগ) তালিকাভুক্ত হয়েছেন বাংলাদেশের ১০ জন ক্রিকেটার। পাকিস্তান লিগে দেশি-বিদেশি ক্রিকেটারদের জন্য পাঁচটি ক্যাটাগরি করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে ঠাঁই মিলেছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

শীর্ষ ক্যাটাগরি `প্লাটিনাম` ক্যাটাগরিতে আছেন ২৮ ক্রিকেটার। যেটাতে খেলোয়াড়দের গতবারের মূল্য ছিল ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশ থেকে কেবল সাকিব আল হাসান আছেন এই ক্যাটাগরিতে। বাঁ-হাতি এই অলরাউন্ডার গেলবারও ছিলেন এই ক্যাটাগরিতে।

গোল্ড ক্যাটাগরির খেলোয়াড়রা গতবার পেয়েছেন ৫০ হাজার ডলার। ৭৪ খেলোয়াড়ের গোল্ড ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে এবার আছেন মোস্তাফিজুর রহমান, শাহরিয়ার নাফিস ও তামিম ইকবাল।

সিলভার ক্যাটাগরির মূল্য গতবার ছিল ১০ হাজার ডলার। এবার ২৫৫ খেলোয়াড়ের সেই তালিকায় আছেন বাংলাদেশের ছয় খেলোয়াড়। তারা হলেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান, শুভাগত হোম ও সৌম্য সরকার। তবে এমার্জিং ক্যাটাগরিতে কেউ নেই বাংলাদেশের।

এমআর/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।