ইংল্যান্ডের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচে স্কোয়াড ঘোষণা


প্রকাশিত: ০৩:১২ পিএম, ০৮ অক্টোবর ২০১৬

আগামী ১২ অক্টোবর শেষ হবে ইংল্যান্ড-বাংলাদেশ ওয়ানডে সিরিজ। এ সিরিজের পর টেস্ট সিরিজে মুখোমুখি হবে দল দুটি। তবে তার আগে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। প্রতিপক্ষ বিসিবি একাদশ। সে লক্ষ্যে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ১২ সদস্যের বিসিবি একাদশ ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে দুই ম্যাচের জন্য দুটি ভিন্ন ভিন্ন স্কোয়াড দিয়েছে বিসিবি। প্রথম ম্যাচে শাহরিয়ার নাফীস, সাব্বির রহমান, শুভাগত হোম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি ও আবু জায়েদ রাহী থাকলেও দ্বিতীয় ম্যাচে নেই তারা। তাদের পরিবর্তে শেষ ম্যাচে খেলবেন আব্দুল মজিদ, তানভীর হায়দার খান, মেহেদী হাসান মিরাজ, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি ও শুভাশীষ রয়।

আগামী ১৪-১৫ অক্টোবর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে প্রথম দুই দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ১৬-১৭ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে দল দু’টি।  

প্রথম প্রস্তুতি ম্যাচের স্কোয়াড
সৌম্য সরকার, শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, সাব্বির রহমান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, নুরুল হাসান সোহান, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের স্কোয়াড  
সৌম্য সরকার (অধিনায়ক), আব্দুল মজিদ, তানভীর হায়দার খান, নাজমুল হোসেন শান্ত, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি, শুভাশীষ রয়, এবাদত হোসেন ও সাদমান ইসলাম।

আরটি/আইএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।