দুই বছর পর মাঠে নামলেন গম্ভীর


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ০৮ অক্টোবর ২০১৬

লোকেশ রাহুলের ইনজুরির কারণে দু’বছর পর জাতীয় দলে ডাক পেলেও সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নামা হয়নি গৌতম গম্ভীরের। তবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে জাতীয় দলের হয়ে আবারো মাঠে নামলেন গম্ভীর।

ভারত জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন। একসময় টিম ইন্ডিয়ার ওপেনিংয়ে অন্যতম ভরসা ছিলেন। তবে ইনজুরি আর ফর্মহীনতার কারণে ২০১৪ সালের আগস্টেই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছিলেন গৌতম গম্ভীর। অপেক্ষায় ছিলেন আবারো দেশের জার্সি গায়ে তুলবে। অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ২৫ মাস পর জাতীয় দলে ফিরলেন গম্ভীর।

ভারতের ৫০০তম টেস্ট খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পায় ভারতের ওপেনার লোকেশ রাহুল। এর জন্য কানপুরে অনুষ্ঠিত ম্যাচটির দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংও করতে পারেননি তিনি। তার জায়গায় দলে ডাক পায় গৌতম গম্ভীর।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।