‘রান করার তাড়াতেই আউট হয়েছি’


প্রকাশিত: ০৫:০৯ এএম, ০৮ অক্টোবর ২০১৬

৩১০ রানের বড় লক্ষ্য। তারপরেও ইমরুল কায়েস ও সাকিব আল হাসানের ব্যাটে একসময় মনে হয়েছিল বাংলাদেশের জয় শুধু সময়ের ব্যাপার মাত্র। তবে শেষ দিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় উল্টো ২১ রানে হেরে যায় বাংলাদেশ। মাত্র নয় রান তুলতে পাঁচ ব্যাটসম্যান আউট হয়ে যায়। রান করার তাড়াতেই আউট হয়েছেন বলে জানান বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আউটগুলো দেখলেই বোঝা যাবে, ব্যাটসম্যানরা কতটা প্যানিক ছিলো। হয়তোবা আরও নরম্যাল থাকতে পারতাম। ওখানে ১০-১২ বল ডটও হলে খুব একটা সমস্যা ছিলো না। রান করার তাড়াতেই আমরা আউট হয়েছি।’

তবে শুধু ব্যাটিংয়েই নয়, ফিল্ডিংয়েও চরম হতাশা উপহার দেয় টাইগাররা। তিন তিনটি সহজ ক্যাচ ফেলে ইংলিশদের বড় স্কোর গড়ার সুযোগ দেন তারা। ক্যাচগুলো ধরতে পাড়লেও ২৮০/৯০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব ছিল বলে মনে করেন মাশরাফি।

‘আজকে আমাদের ফিল্ডিংও ভালো হয়নি। ওই সময় আমরা যদি ক্যাচ তিনটা নিতে পারতাম তাহলে ২৮০-২৯০ হতো। তাহলে আমাদের মানসিক অবস্থাও অন্যরকম হতে পারতো। যদি ২৮০-৯০ হতো তাহলে ব্যাটসম্যানরেদ জন্য আরও একটু ভালো হতো। মানসিক অবস্থাটা অন্যরকম থাকতো।’

উল্লেখ্য, প্রথম ম্যাচে হারের ফলে সিরিজে ১-০তে পিছিয়ে আছে বাংলাদেশ। আগামী রোববার একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

আরটি/এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।