শেন ওয়ার্নকে টপকে গেলেন সাকিব


প্রকাশিত: ০৩:৫৮ এএম, ০৮ অক্টোবর ২০১৬

এমন অসাধারণ একটি ম্যাচ। নিশ্চিত জিতে যাচ্ছিল বাংলাদেশ। অথচ এমন ম্যাচেই কী না তীরে এসে তরি ডুবিয়ে ফেললো বাংলাদেশ। নিশ্চিত জয়ের ম্যাচটি ইংল্যান্ডের কাছে হেরে গেলো ২১ রানের ব্যবধানে। তবে এ ম্যাচে নতুন এক কীর্তি গড়লেন বাংলাদেশ প্রাণ সাকিব। ঘরের মাঠে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেয়ার দৌড়ে শেন ওয়ার্নকে টপকে গেছেন টাইগার এই অলরাউন্ডার।

ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দেশের মাটিতে ১৩৪ উইকেট নিয়ে শেন ওয়ার্নের পাশে ছিলেন সাকিব। প্রথম ওয়ানডেতে দুই উইকেট নিলে সাকিবের উইকেট সংখ্যা ১৩৬। এই তালিকায় সাকিবের সামনে আছেন আর মাত্র চারজন বোলার। স্পিনারের হিসাব করলে পাঁচ নম্বরে থাকা সাকিবের ওপরে কেবল একজন। সাবেক শ্রীলঙ্কান স্পিন জাদুকর ১৫৪ উইকেট নিয়ে সাকিবের ঠিক ওপরে অবস্থান করছেন।

১৯৩টি উইকেট নিয়ে তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার শন পোলক। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ান পেসার ব্রেট লির উইকেটসংখ্যা ১৬৯টি। আরেক অস্ট্রেলিয়ান পেসার গ্লেন ম্যাকগ্রা ১৬০ উইকেট নিয়ে আছেন তিন নম্বরে। পরের জায়গাটি মুরালিধরনের। এরপরই সাকিবের অবস্থান।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।