যশোরে প্রধানমন্ত্রীর ছবি বিকৃত : আটক ৪


প্রকাশিত: ০১:১২ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

যশোরে প্রধানমন্ত্রীসহ কয়েকজন মন্ত্রীর ছবি বিকৃতি ও অশ্লীল ছবি তৈরির অভিযোগে চারজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

এসময় দুইটি কম্পিউটারের সিপিইউ, ইয়াবা ট্যাবলেট, জি লুব্রিকেন্ট জেল, তিনটি গ্যাস লাইট, কনডম, মানিব্যাগ, ভ্যানিটি ব্যাগসহ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। গত দুই দিন ধরে র‌্যাব এ অভিযান পরিচালনা করেছে।

আটকরা হলেন, ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের পটুয়াপাড়া গ্রামের মতিউর রহমানের ছেলে আবু জাফর (২৭), একই গ্রামের মীর আলীর ছেলে শাহেদ হাসান (২৮), সাদির আলী গ্রামের আব্দুর রহমানের ছেলে মমিন উদ্দিন (৩০) ও গদখালী বাবু পাড়ার আব্দুস সাত্তারের ছেলে উজ্জল হোসেন নয়ন (২৬)।

র‌্যাব-৬ (যশোর) ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর আশরাফ উদ্দিন জানান, শুক্রবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরতলীর আরবপুর বাইপাস রোডস্থ সবুর চাকলাদারের মালিকাধীন ৪তলা ভবনের ৩য় তলার ফ্লাটের ভাড়াটিয়া সাবিনা ইয়াসমিন ওরফে মিতা ওরফে রত্না (৩৫) এর ভাড়া বাসায় অভিযান পরিচালনা করে আবু জাফর ও শাহেদ হাসানকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করে আবু জাফরের মোবাইলের মেমোরি কার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও  মন্ত্রিসভার কয়েকজন সদস্যসের বিকৃত, কুরুচিপূর্ণ এবং অশ্লীল ছবি পাওয়া যায়। তাদের জিজ্ঞাসাবাদ করে তাদের দেওয়া তথ্য অনুযায়ী শুক্রবার রাতে র‌্যাবের একটি দল ঝিকরগাছার গদখালী বাজার থেকে মমিন উদ্দিন ও উজ্জল হোসেন নয়নকে আটক করে। এসময় দুইটি সিপিইউ জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে পৃথক আইনে মামলা দিয়ে আসামি মমিন উদ্দিন ও উজ্জল হোসেন নয়নকে ঝিকরগাছা থানায় এবং আবু জাফর ও শাহেদ হাসানকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।