ইমরুলের হাফ সেঞ্চুরি


প্রকাশিত: ০২:১৫ পিএম, ০৭ অক্টোবর ২০১৬

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের হয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি করেই ইমরুল কায়েস আভাস দিয়েছিলেন মূল সিরিজেও একাদশে থাকবেন। আর থাকলেনও। ওয়ানডে দলে খানিকটা ‘উপেক্ষিত’ এই ওপেনার সুযোগটাকে কাজে লাগাচ্ছেন।

ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ইমরুল তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫৩ রানে ব্যাট করছেন তিনি। জ্যাক বলের বলে চার হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন টাইগার এই ওপেনার। ওয়ানডেতে এটি তার ১৩তম হাফ সেঞ্চুরি।

এর আগে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রানের ধারায়ই ছিলেন ইমরুল। শেষ তিন ওয়ানডের রান সংখ্যা ৭৬, ৭৩ ও ৩৫। তার পরও আফগানদের বিপক্ষে পরের দুই ম্যাচে দলে সুযোগ পাননি তিনি।

ফতুল্লায় খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৯১ বলে ১২১ রান করেছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। এ রান করতে ১১টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি।

এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।