বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে বৃষ্টির সম্ভাবনা


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ০৭ অক্টোবর ২০১৬

সিরিজের প্রথম ওয়ানডেতে আজ ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২.৩০ মিনিটে। তবে  আবহাওয়ার পূর্বভাস অনুযায়ী আজকের ম্যাচে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বৃষ্টিতে ম্যাচ বিঘ্নিত হলে ম্যাচ পন্ড হয়ে যাবে। কারণ এই সিরিজের ম্যাচের জন্য কোন রিজার্ভ ডে রাখা হয়নি।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াস।  আকাশ অধিকাংশ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এদিকে শুক্রবার সকাল থেকে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। বিকেল ও সন্ধ্যায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।