অর্থনৈতিক অগ্রযাত্রা তুলে ধরে বিশেষ রিপোর্ট


প্রকাশিত: ১০:৫৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

দেশের আর্থ সামাজিক অগ্রযাত্রা ও সামষ্টিক অর্থনীতির সাম্প্রতিক অবস্থান তুলে ধরে বিশেষ রিপোর্ট প্রকাশ করল সরকার। মূলত সরকারের অর্থনৈতিক সফলতা জন সম্মুখে প্রকাশের জন্যই সরকার এটি করেছে। চলমান সংকট মোকাবেলার অংশ হিসেবে সরকার এটি করছে।

শনিবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে রির্পোটে আনীত আর্থিক সূচকের নানা দিক তুলে ধরে সংবাদ সম্মেলন করের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

তিনি বলেন, আমরা গত বিএনপির সরকারের সময়ের সঙ্গে বর্তমান সরকারের গত ৫ বছরের আর্থিক সূচক পর্যালোচনা করেছি। আমরা অনেক এগিয়ে গেছি।

তিনি বলেন, প্রবাসী আয়, রাজস্ব খাত, বাজেটের আকার, আমদানি রপ্তানি বাণিজ্য স হবড় আর্থিক সূচকগুলোতে দেশ এগিয়ে গেছে। ভালো করছে সামাজিক ও মানব সম্পদ উন্নয়নে। বেড়েছে মাথাপিছু আয়।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।