উদ্যোগ রাষ্ট্রপতিকেই নিতে হবে : সুজন


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতিকেই এগিয়ে আসতে হবে। প্রয়োজনে সংকট নিরসনে সংলাপের উদ্যোগ নিতে হবে এবং সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত ‘জাতীয় সংকট নিরসনে জাতীয় সংলাপ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার এ কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির সুপরিয়র রেসপন্সিবিলিটি আছে। শুধু দুই দলের সঙ্গে নয় বৃহত্তর পরিসরে সংলাপের আয়োজন করতে হবে। ঐক্যমতের ভিত্তিতে একটি সংলাপ আহ্বান করা দরকার। এ সংলাপের বিষয় হবে নির্বাচনকালীন কী ধরনের সরকার হবে। আমি তত্ত্বাবধায়ক সরকার বলছি না। এটা হবে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনকালীন সরকার, যেটা সবার কাছে গ্রহণযোগ্য হবে। এরপর নির্বাচনকালীন সরকারের জন্য আইনকানুনের কিছু পরিবর্তন আনতে হবে। এছাড়া, নির্বাচনের পরে যারাই ক্ষমতায় আসবে তাদের কিছু বিষয়ে সংস্কার করতে হবে। সংবিধানের যেখানে অসংগতি আছে, সেখানে পরিবর্তন করতে হবে।

বদিউল আলম মজুমদার বলেন, ৩টি বিষয়ে আমাদের ঐকমত্যে পৌঁছতে হবে। নির্বাচনকালীন সরকার কী ধরনের হবে? নির্বাচনকালীন আইন-কানুন-বিধি-বিধান ঢেলে সাজাতে হবে। নির্বাচনের মাধ্যমেই যারা আসুক তাদের কতগুলো সংস্কার করতে হবে। নতুন সামাজিক চুক্তি গড়ে তুলতে হবে। জাতীয় সনদ তৈরি করে সবাইকে স্বাক্ষর করতে হবে। রাষ্ট্রপতি উদ্যোগ নেবেন, এই সমস্যার স্থায়ী সমাধানের পথ বের হবে।

তিনি আরও বলেন, উসকানিমূলক বক্তব্য সমস্যা আরও বাড়াবে। সমস্যার গভীরে যেতে হবে। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। গত ৫ জানুয়ারি আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। এই বঞ্চিত হওয়ার জন্য এই দুই দলই দায়ী। আমরা নষ্ট রাজনীতির শিকার হচ্ছি।

সুজন সম্পাদক বলেন, আমাদের সমস্যা চিহ্নিত করতে হবে। বর্তমান সংকটের পেছনে রয়েছে রাজনৈতিক সমস্যা। এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এটা সহিংসভাবে সমাধান হবে না। এক্ষেত্রে আমাদের অভিভাবক রাষ্ট্রপতিকে এগিয়ে আসতে হবে। তার হাতে সুপিরিয়র রেসপনসিবিলিটি আছে। এটার প্রয়োগ করে স্থায়ী সমাধানের দিকে যেতে হবে।

এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।