বিশ্বকাপের স্মৃতি ভাবাচ্ছে না মাশরাফিকে


প্রকাশিত: ১২:০৪ পিএম, ০৬ অক্টোবর ২০১৬

শেষ দুই বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়েছিল বাংলাদেশ। প্রথমবার ২০১১ সালে ঘরের মাঠে জিতলেও পরের বার অস্ট্রেলিয়ার মাটি থেকে জয় ছিনিয়ে নেয় টাইগাররা। যে স্মৃতি আজও মাশরাফিদের চোখে উজ্জ্বল। দারুণ ওই দুটি জয় আনন্দ দিলেও সেসব নিয়ে ভাবছেন না বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। সাম্প্রতিক সময়ে নিজেদের পারফরম্যান্সের দিকেই নজর দিচ্ছেন টিম বাংলাদেশের অধিনায়ক।

বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাশরাফি বলেন, ‘গত দুই বিশ্বকাপের দুটি জয়। আমাদের জন্য অবশ্যই ভালো স্মৃতি হয়ে আছে। বিশ্বকাপের মতো মঞ্চে তাদের হারানো বড় অর্জন। তবে সবাই আসলে সাম্প্রতিক ব্যাপারটি নিয়েই বেশি ব্যস্ত থাকে। ক্রিকেটার হিসেবে ওটা নিয়ে ভেবে আমাদের লাভ নেই। নতুন একটি সিরিজ শুরু হচ্ছে। আমাদের মনোযোগ এটিতে ভালো খেলা।’

২০১১ বিশ্বকাপে চট্টগ্রামের মাঠে ইংল্যান্ডকে ২২৫ রানে আটকে রেখে দুই উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। চার বছর পর অস্ট্রেলিয়ায় মাহমুদউল্লাহর সেঞ্চুরির পর রুবেল হোসেনের দুর্দান্ত বোলিংয়ে ১৫ রানে জয় তুলে নেয় টাইগাররা। সে জয়ে প্রথম রাউন্ড থেকে ছিঁটকে পড়ে ইংল্যান্ড ক্রিকেট দল।

দেড় বছর সেই ইংল্যান্ড আবার বাংলাদেশের সামনে। আগামী শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে মোকাবেলা করবে দল দুটি। এরপর ৯ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে তারা।

আরটি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।