শক্তিমত্তা দেখানোর ইচ্ছা নেই মাশরাফির
গত বছর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবার পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার মত দলকে মাটিতে নামিয়ে আনে টাইগাররা। কিন্তু তারপরেও টাইগারদের মোড়ল দেশগুলোর অনেক সাবেকরাই কটাক্ষ করে আসছেন। তবে ঘরের মাঠে এবার তারা সামনে পেয়েছে ইংল্যান্ডকে। নিজের উত্থান ও শক্তিমত্তা দেখিয়ে দেবার দারুণ সুযোগ সামনে। তবে এসব নিয়ে ভাবনা নেই বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। কাউকে দেখিয়ে দেবার জন্য টাইগাররা ক্রিকেট খেলে না বলে জানান অধিনায়ক।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘কাউকে সামর্থ্য দেখানোর জন্য আমাদের কেউ খেলে না। আমাদের প্রতিটি সিরিজে আমাদের অবস্থান ও পারিপার্শ্বিকতা যদি চিন্তা করেন, আমরা এখন ভালো খেলছি। আমাদের কাজ এখন ধারাবাহিকতা ধরে রাখা। আমাদের কাছে প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আলাদা করে দেখছি না এই সিরিজ। কেউই দেখছে না। আরেকটি নতুন সিরিজ, সবাই খুব রোমাঞ্চিত। আমরা যদি ভালো খেলি, সিরিজ জিততে পারি, তাহলে ভালো লাগবে।’
ইংল্যান্ড সিরিজকে লক্ষ্য রেখে গত ২০ জুন থেকে অনুশীলন ক্যাম্পে নামে বাংলাদেশ। টানা তিন মাস ধরে অনুশীলনই বলে দেয় এ সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ তাদের। অধিনায়ক মাশরাফিও বললেন একই কথা, ‘যে কোনো দ্বিপাক্ষিক সিরিজে প্রথম ম্যাচ খুব গুরুত্বপূর্ণ। অনেক কিছুর ভেতর দিয়ে গেলেও আমরা শেষ একটা সিরিজ খেললাম। এখন ইংল্যান্ডের সঙ্গে সিরিজ শুরু হচ্ছে। আমরা ইতিবাচক আছি। প্রস্তুতি নিচ্ছি ভালো খেলার।’
উল্লেখ্য, আগামী শুক্রবার থেকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে ম্যাচে ইংল্যান্ডের মোকাবেলা করবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলার পর ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে দল দু’টি।
আরটি/এমআর/পিআর