আবদুল গাফফার চৌধুরীর গল্প নিয়ে নাটক


প্রকাশিত: ০৩:২৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

ভাষাসংগ্রামী আবদুল গাফফার চৌধুরীর গল্পের ছায়া অবলম্বনে তৈরি হয়েছে নাটক `সম্রাটের ছবি`। এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন রাজু আলীম।

নাটকের গল্পে দেখা যাবে, ব্রিটিশ আমল থেকেই মফস্বল শহরের একটি পরিবার এলাকায় ঐতিহ্য ও আভিজাত্য নিয়ে বেশ প্রভাব বিস্তার করে আসছে। ওসমান চৌধুরীও সেই ধারার একজন। তার বাড়ির দেয়াল জুড়ে টানানো রয়েছে ব্রিটিশ রাজা ও রানীর ছবি। তিনি ঔপনিবেশিক ধ্যানধারণায় তার পরিবার ও পরিজনদের চালনা করে আসছেন, কিন্তু তার সন্তানেরা শহরে গিয়ে পড়াশোনা করে আধুনিক চালচলনে অভ্যস্ত হয়ে ওঠে। এভাবেই ঘটতে থাকে নানান ঘটনা।

অভিনয়ে সৈয়দ হাসান ইমাম, মোহাম্মদ বারী, মাহবুবা রেজানুর, তাবাসসুম আহমেদ, রোকেয়া প্রাচী, রাজু আলীম, অ্যানি খান, আজাদ, বসন্ত শাকিলা প্রমুখ। জয়নাল আবেদিন সরকারের প্রযোজনায় বিটিভিতে আজ রাত ৯টায় প্রচার হবে এটি।

এইচএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।