দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ আশরাফুল


প্রকাশিত: ০২:০৮ পিএম, ০৫ অক্টোবর ২০১৬

আশরাফুলের ফেরাটা খুব বেশি সুখকর হলো না। জাতীয় লিগে নিজের প্রথম ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। যে কারণে ব্যাট হাতে মাঠেই নামতে পারেননি তিনি। দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছেন দুই ইনিংসেই। তবে, দু’বারই ব্যর্থতার পরিচয় দিলেন তিনি। প্রথমবার আউট হয়ে গিয়েছিলেন ২৬ রানে। দ্বিতীয় ইনিংসে এসে আউট হলেন তিনি মাত্র ২ রান করে।

খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বরিশাল বিভাগের বিপক্ষে ঢাকা মেট্রোপলিশের ম্যাচটি অবশ্য শেষ পর্যন্ত ড্র’ই হয়েছে। প্রথম ইনিংসে বরিশালের করা ৪১৯ রানের জবাবে ঢাকা মেট্রোপলিশ অলআউট হয়ে যায় ২৪৫ রানে। ফলে ফলোঅনেক পড়ে আশরাফুলের দল।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে সাদমান ইসলাম, আসিফ আহমেদ এবং মার্শাল আইয়ুবের ব্যাটে ভর করে ৭ উইকেটে ৩৫৩ রানের ইনিংস গড়ে তোলে ঢাকা মেট্রোপলিশ। এর মধ্যেও আশরাফুল ব্যর্থতার পরিচয় দিলেন। ২ রান করার জন্য বল মোকাবেলা করেন ৪০টি। শেষ পর্যন্ত সালমান হোসেনের বলে উইকেটের পেছনে শাহিন হোসেনের হাতে ক্যাচ দেন তিনি।

সাদমান ইসলাম করেন ৮৮ রান। আসিফ আহমেদ ৬০, মার্শাল আইয়ুব ৭৭ এবং শামসুর রহমান শুভ করেন ৪৪ রান। জাহিদ হোসেন অপরাজিত থাকেন ৩৬ রানে।

আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।