ইংল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর ডাচ-বাংলা ব্যাংক


প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৫ অক্টোবর ২০১৬

সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজের টাইটেল স্পন্সরশিপ স্বত্ব পেয়েছিল ডাচ্‌-বাংলা ব্যাংক। এবার ইংল্যান্ড সিরিজেও টাইটেল স্পন্সরশিপ পেয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক। সিরিজটির নামকরণ করা হয়েছে ‘রকেট ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিং বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজ ২০১৬’।

বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এ তথ্য জানানো হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ইমপ্রেস মাত্রা কনসোর্টিয়ামের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী শাসম তাবরেজ।

উল্লেখ্য, আগামী শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে বাংলাদেশের মুখোমুখি হবে ইংল্যান্ড। এরপর ৯ অক্টোবর একই মাঠে দ্বিতীয় ওয়ানডে খেলে ১২ অক্টোবর চট্টগ্রামে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ খেলবে দল দুটি।

আরটি/এনইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।