বিশ্ব দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের শুভ সূচনা
৪১তম বিশ্ব দাবা অলিম্পিয়াডে চিলির বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ দাবা দল ৩-১ পয়েন্ট হারিয়েছে চিলিকে। দ্বিতীয় রাউন্ড শেষে ৪ ম্যাচ পয়েন্ট ও ৬ গেম পয়েন্ট নিয়ে বাংলাদেশ ৩৫টি দেশের সঙ্গে মিলিতভাবে লিডার্স বোর্ডের শীর্ষে রয়েছে।
নরওয়েতে অনুষ্ঠানরত এ প্রতিযোগিতায় বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান চিলির গ্র্যান্ডমাস্টার ভাসকুয়েজকে এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর চিলির আন্তর্জাতিক মাস্টার হেনরিকুয়েজকে হারিয়েছেন। বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার আবদুল্লাহ আল রাকিব চিলির গ্র্যান্ড মাস্টার ফ্লোরেস রিওসের সঙ্গে এবং গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ চিলির আন্তর্জাতিক মাস্টার ভালেনজুয়েলার সঙ্গে ড্র করেছেন।
বাংলাদেশের পুরুষ দাবা দল জিতলেও হেরে গেছে মহিলা দাবা দল। তারা ০-৪ পয়েন্টে হেরেছে আর্মেনিয়ার কাছে।