চৌদ্দগ্রামে কথিত `বন্দুকযুদ্ধে` শিবির সভাপতি নিহত


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

আটকের পর পুলিশের কথিত ‘বন্দুকযুদ্ধে’ কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ শাহাব উদ্দিন পাটোয়ারী (২৫) নিহত হয়েছেন। তার বাড়ি চৌদ্দগ্রাম পৌরসভা এলাকার চান্দিশকরা গ্রামে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

নিহতের মা ছাকিনা বেগম জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে পৌর এলাকার চান্দিশকরার নিজ বাসা থেকে সাহাবকে সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা ধরে নিয়ে যায়।  

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নার্স এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র সূত্রধর বলেন, শুক্রবার সকাল ৮টার দিকে থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম এক যুবকের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে নিয়ে আসেন। তার মাথায় গুলির চিহ্ন রয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, পুলিশের উপর হামলার পর গোলাগুলিতে ওই শিবির নেতা নিহত হন। তবে কখন, কোথায় এ ঘটনা ঘটে সে বিষয়ে কিছু জানাননি এই পুলিশ কর্মকর্তা।

শাহাবুদ্দিন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সমাজবিজ্ঞান চতুর্থ বর্ষের ছাত্র বলে তার পরিবার জানিয়েছে।

এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।