হরতাল-অবরোধ না দেওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

এসএসসি ও সমমানের পরীক্ষার মধ্যে হরতাল-অবরোধ না দেয়ার অনুরোধ করে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, এবার প্রায় ১৫ লাখ শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। এই শিক্ষার্থীরা কোন দলের নয় তারাই ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দেবে।
 
শুক্রবার সকালে রাজধানীর আজিমপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে মন্ত্রী এসব কথা বলেন।
 
একই সাথে বিরোধী দলকে আর হরতাল-অবরোধ কর্মসূচি না দেওয়ার আহ্বান জানান। ২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরুর কথা থাকলেও বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের টানা অবরোধের পাশাপাশি হরতালের কারণে পরীক্ষা শুক্রবার নিয়ে আসা হয়।
 
নাহিদ বলেন, `অতি অস্বাভাবিক অবস্থার মধ্যে এবার আমরা পরীক্ষা নিচ্ছি। শিক্ষার্থীদের জীবনও হুমকির মধ্যে। এই ধরণের পরিস্থিতি অতীতে কখনোই দেখিনি।`
 
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, `সারাদেশে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।`
 
এদিকে কেন্দ্রের বাইরে অবস্থান নেয়া অভিভাবকরা জানান, বাচ্চাদের নিরাপত্তার কথা ভেবে তারা খুবই উদ্বেগের মধ্যে রয়েছেন।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।