ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে ফেবারিট মানছেন মোসাদ্দেক


প্রকাশিত: ১০:২৯ এএম, ০৩ অক্টোবর ২০১৬

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হারের পর থেকে যেন হঠাৎই বদলে যায় ইংল্যান্ড। চলতি বছর মাত্র ১টি ওয়ানডে ম্যাচ হেরেছে তারা। তাই বাংলাদেশের বিপক্ষে দারুণ উজ্জীবিত ইংলিশরা। কিন্তু তার পরেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকেই ফেবারিট মানছেন বাংলাদেশের তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। নিজেদের কন্ডিশনে বাংলাদেশই এগিয়ে থাকবে বলে জানান এ নবীন।

সোমবার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসে বাংলাদেশ দল। অনুশীলনের ফাঁকে মোসাদ্দেক বলেন, ‘ওদের দু-একজন বোলার ইনজুরিতে। তবে যারা আসছে, তারাও ভালো বোলার এবং আন্তর্জাতিক ক্রিকেটই খেলবে। টিভিতে খেলা দেখে যতটুকু বোঝা যায়, ততটুকুই বুঝেছি। তবে আমাদের কন্ডিশনে আমরাই ফেবারিট। আমি বিশ্বাস করি আমাদের কন্ডিশনে আমরা ভালো করবো।’

দুদিন আগেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ শেষ করে বাংলাদেশ। সে সিরিজে দারুণ প্রতিরোধে পড়লেও শেষ পর্যন্ত ২-১ এ সিরিজ জিতে নেন টাইগাররা। অল্প কয়েকদিনের ব্যবধানে সিরিজ খেললেও কোনো চাপে পড়বে না বাংলাদেশ, এমনটাই মনে করছেন মোসাদ্দেক। প্রায় সপ্তাহ খানেক সময় পাওয়ায় নিজেদের প্রস্তুতির জন্য যথেষ্ট সময় বলে মনে করেন এ তরুণ।

‘আসলে ২-৩ দিন গ্যাপ পেলে সেটা চাপ হয়ে যেত। ৬-৭ দিন বিরতি পাওয়ায় খুব ভালো হয়েছে। বাড়তি অনুশীলনের সুযোগ পাচ্ছি। আমাদের কয়েকজন প্রস্তুতি ম্যাচও খেলবে। প্রতিপক্ষকে জানার জন্য ভালো সুযোগ হবে এটা। ভিডিও ক্লিপসগুলো পেলে তাদের দুর্বল জায়গা বুঝতে পারব এবং বুঝব দেশের মাটিতে তাদের বিপক্ষে কীভাবে খেলবো।’

আফগানদের বিপক্ষে সিরিজ জিতলেও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয় সহজ হবে না বলে মনে করেন মোসাদ্দেক। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজের আশা করছেন তিনি।

‘ইংল্যান্ড আফগানিস্তানের চেয়ে অনেক ভালো দল। আমাদের সঙ্গে অনেক প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ খেলা হবে। আমরা আশা করছি যে আমরা যেহেতু ছয়টি সিরিজ টানা জিতেছি, আমরা সিরিজ জয়ের লক্ষ্যেই নামবো।’

উল্লেখ্য, আগামী ৭ অক্টোবর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড সিরিজ। এরপর একই মাঠে ৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে নামার পর সিরিজের শেষ ম্যাচে ১২ অক্টোবর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে নামবে দল দুটি।

আরটি/এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।