নিরাপত্তা নিয়ে ভাবছেন না ইংলিশরা


প্রকাশিত: ১২:৪৮ পিএম, ০২ অক্টোবর ২০১৬

গত জুলাই মাসে গুলশানে সন্ত্রাসী হামলার পর থেকে বাংলাদেশে বিদেশি নাগরিকদের নিরাপত্তায় উদ্বেগ প্রকাশ করেছে উন্নত দেশগুলো। শঙ্কায় পড়ে যায় ইংলিশদের বাংলাদেশ সফর। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে শেষ পর্যন্ত ঢাকায় এসে পৌঁছেছে তারা। এমনকি বাংলাদেশে এসে নিরাপত্তা নিয়ে মাথাও ঘামাচ্ছেন না তারা। সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন ইংলিশ দলের নতুন অধিনায়ক জস বাটলার।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলন করতে আসে ইংল্যান্ড দল। অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে বাটলার বলেন, ‘উপমহাদেশে ক্রিকেটের প্রতি সবার আবেগটা অন্যরকম। রাস্তায় মানুষের আগ্রহ দেখেও সেটা বোঝা যায়। এটা দারুণ একটি ব্যাপার, আমরা এখানে শেষ পর্যন্ত আসতে পেরেছি। নিরাপত্তার বিষয়টি নিয়ে মাথা ঘামাতে চাই না। ইংল্যান্ড ও সবার জন্যই এটা আনন্দের, আমরা এসেছি। উপভোগ্য একটা সিরিজ হবে বলেই আশা করছি।’

বাংলাদেশে আসার আগে নিরাপত্তা নিয়ে অনেক কথা হয় ইংলিশ মিডিয়ায়। তবে অনুশীলন শুরুর পর এসব নিয়ে আলোচনা হবে না বলে মনে করেন বাটলার। দারুণ একটি সিরিজের আশা করছেন সদ্য ইংলিশদের নেতৃত্ব পাওয়া এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।

‘যে কোনো সিরিজের আগেই নিরাপত্তা নিয়ে অনেক কথা হয়। এখন পর্যন্ত ওরা সবসময় আমাদের খেয়াল রেখেছে। সিরিজ নিশ্চিত করতেই এবার এত কড়াকড়ি। আমরা সিরিজ খেলতে এসেছি। আজ অনুশীলন শুরু হবে। এখন এসব বিষয় (নিরাপত্তা) আড়ালে চলে যাবে। এটা দারুণ একটা সিরিজ হবে, সিরিজে ভালো প্রতিদ্বন্দ্বিতাও হবে।’

উল্লেখ্য, শুক্রবার ঢাকায় পা রাখলেও এদিন প্রথম অনুশীলনে নামে ইংল্যান্ড। আগামী মঙ্গলবার বিসিবি একাদশের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এরপর ৭ অক্টোবর থেকে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজ।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।