স্যামসাং জেড-১ মডেলের ফোন বাজারে


প্রকাশিত: ১০:৪৯ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

আনুষ্ঠানিকভাবে স্যামসাং জেড-১ মডেলের মোবাইল ফোন বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্যামসাং এর পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ। ৫ ফেব্রুয়ারি এ উপলক্ষে একটি বিশেষ ঘোড়ার গাড়ির রোড শো আয়োজন করা হয়। রোড শো’তে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস এর বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, স্যামসাং মোবাইল এর পণ্য ব্যবস্থাপক আলমগীর রহমান সাগর, স্যামসাং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মাহফুজুর রহমান পাটোয়ারিসহ প্রমুখ।

স্যামসাং জেড-১ স্মার্টফোনে রয়েছে ডুয়াল কোর প্রসেসর, এলইডি ফ্ল্যাশসহ ৩.১৫ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি মেমোরি, ৭৬৮ মেগাবাইট র‌্যাম এবং ১৫০০ মিনি এম্পিফায়ার ব্যাটারিসহ প্রয়োজনীয় আরও অনেক ফিচার। ফোনটির মূল্য নির্ধারিত হয়েছে ৬৯০০ টাকা।

এমএএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।