বাংলাদেশে আক্রমণাত্মক ক্রিকেট খেলবে ইংল্যান্ড


প্রকাশিত: ১২:১৬ পিএম, ০২ অক্টোবর ২০১৬

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজয়ের পর থেকে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। চলতি বছরে মাত্র একটি ম্যাচে হারের স্বাদ পেয়েছে তারা। বাংলাদেশেও সে ধারা অব্যাহত চান ইংলিশ দলের নতুন অধিনায়ক জস বাটলার। বাংলাদেশের কন্ডিশনে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান বলে জানান ইংলিশ অধিনায়ক।

রোববার মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে অনুশীলন করতে আসে ইংল্যান্ড ক্রিকেট দলণ। অনুশীলনের শুরুর আগে সংবাদ সম্মেলনে ইংলিশ অধিনায়ক বলেন, ‘গত ১৮ মাস আমরা খুব ভালো খেলছি। রোমাঞ্চকর ক্রিকেট খেলছি। আমরা চাই এখানেও সেটা করার। এ কন্ডিশনে হয়তো একটু ধরণটা পাল্টাতে হবে কিন্তু আক্রমণাত্মক খেলব।’
 
গত বছর দুর্দান্ত ক্রিকেট খেলে চলেছে বাংলাদেশও। ঘরের মাঠে সর্বশেষ টানা ছয়টি সিরিজই জিতে নিয়েছে টাইগাররা। বাংলাদেশের সাম্প্রতিক সাফল্যের কথা জানেন বাটলার। তবে এ নিয়ে না ভেবে নিজেদের নিয়েই ভাবছেন বলে জানান ইংলিশ অধিনায়ক।

‘বাংলাদেশ দেশে ভালো করছে, কিন্তু আমরা নিজেদের নিয়েই ভাবছি। আমাদের অনেক তরুণ খেলোয়াড় আছে।আমরা ওয়ানডেতে বিশ্বসেরা হতে চাই। সেটা করতে হলে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই হবে।’

উল্লেখ্য, তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে ইতোমধ্যেই ঢাকায় অবস্থান করছেন ইংল্যান্ড। আগামী মঙ্গলবার ফতুল্লায় বিসিবি একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে তারা। এরপর ৭ অক্টোবর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে এ সিরিজ।

আরটি/আইএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।