সাকিবকে ছাড়িয়ে শীর্ষে তামিম


প্রকাশিত: ০৫:০২ এএম, ০২ অক্টোবর ২০১৬

আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন টাইগার ওপেনার তামিম ইকবাল। আর এতেই সাকিবকে ছাড়িয়ে দেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়ে গেলেন এই ওপেনার।  

ওয়ানডেতে এতদিন ৬টি সেঞ্চুরি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব-তামিম। আফগানিস্তান সিরিজের শেষ ম্যাচে তিন অঙ্ক ছুঁয়ে সপ্তম সেঞ্চুরিতে তামিম আপাতত শীর্ষে উঠে গেলেন এককভাবে। আর ৬ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়তে নেমে গেলেন সাকিব। এছাড়া ৪টি করে সেঞ্চুরি আছে শহরিয়ার নাফীস ও মুশফিকুর রহীমের। ৩ টি সেঞ্চুরি করেছেন মোহাম্মদ আশরাফুল।

 উল্লেখ্য, ২০১৪ সালের নভেম্বরে যখন সাকিব করেন ষষ্ঠ সেঞ্চুরি, তামিমের সেঞ্চুরি তখন ৪টি। গত বছর পাকিস্তানের বিপক্ষে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করে তামিম ছুঁয়ে ফেলেন সাকিবকে; এবার গেলেন ছাড়িয়ে।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।