ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালা হরতাল, আটক ১২


প্রকাশিত: ০৬:১৪ এএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল ব্রাহ্মণবাড়িয়ায় ঢিলেঢালাভাবে চলছে। বৃহস্পতিবার সকাল থেকে হরতালের সমর্থনে শহরের কোথাও জোটের নেতাকর্মীদের মিছিল-মিটিং কিংবা পিকেটিং করতে দেখা যায়নি।

হরতালে শহরের সবধরণের যান চলাচল করছে। দূরপাল্লার যানবাহন সীমিত পরিসরে ছেড়ে গেলেও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে চলমান হরতাল-অবরোধে নাশকতার দায়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। তবে আটককৃতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

বুধবার দিবাগত রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জাহিদুল ইসলাম জাগোনিউজকে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।