আট বছর পর প্রথম উইকেট মোশাররফ রুবেলের


প্রকাশিত: ০২:২১ পিএম, ০১ অক্টোবর ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে রুবেল হোসেনের পরিবর্তে স্কোয়াডে জায়গা পান ৩৪ বছর বয়সী এই স্পিনার। আর তাতে আট বছর পর জাতীয় দলের হয়ে মাঠে নামার সুযোগ মিললো মোশাররফ হোসেন রুবেলের। ফেরার ম্যাচেই উইকেট পেলেন তিনি।

মোশাররফ রুবেলের করা তৃতীয় ওভারের প্রথম বলে রহমত শাহ এক রান দেন। পরের বলে তিনি ফেরান ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠা নওরোজ মঙ্গলকে (৩৩)। আট বছর পর জাতীয় দলের হয়ে এটাই তার প্রথম উইকেট শিকার।

এই ওভারে মোশাররফ রুবেল তুলে নেন আরো একটি উইকেট। ওভারের শেষ বলে হাশমাতুল্লাহ শাহিদীকে (০) প্যাভিলিয়নের পথ দেখান এ স্পিনার। এই রিপোর্ট লেখা পর্যন্ত মোশাররফ রুবেলের বোলিং ফিগার ৪-০-১২-২।

প্রসঙ্গত, ২০০৮ এর মার্চে সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন মোশাররফ রুবেল। তিন বছর আগে অবশ্য একবার জাতীয় দলে ডাক পেয়েছিলেন, তবে সেবার কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।  

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।