ফাইনালে খেলার স্বপ্ন মামুনুলের
বঙ্গবন্ধু গোল্ডকাপে এক জয়ে পাল্টে গেছে চিত্রটা। হয়তো কথা রাখতে পেরেই এই উচ্ছ্বাস স্বাগতিক শিবিরে। সেমিফাইনালে খেলার স্বপ্ন নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ শুরু করলেও এবার ফাইনাল খেলার স্বপ্ন দেখা শুরু করেছে মামুনুল,হেমন্ত বিশ্বাস,জাহিদ হোসেন,জাহিদ হাসান এমিলিরা।
দেশের মাটিতে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্ট। ফাইনালে ওঠার লড়াইয়ে মামুনুলদের প্রতিপক্ষ থাইল্যান্ড। এ সম্পর্কে মামুনুল বলেন থাইল্যান্ড খুবই শক্তিশালী দল। টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী তারা। সুযোগ পেলে ক্ষিপ্রতার সঙ্গে কাজে লাগায় থাই ফুটবলাররা। সেমিফাইনালে তাদের এই সুযোগ দেয়া যাবে না। আমরা প্রথম সুযোগই কাজে লাগাতে চাই।
অধিনায়ক আরও বলেন থাইল্যান্ডের মিডফিল্ড খুবই শক্তিশালী। যদিও মাত্র একজন ফরোয়ার্ড নিয়ে খেলে। মাঠে আমাদের লক্ষ্য থাকবে ফরোয়ার্ডকে মার্ক করে খেলা। সাধারণত আমরা ছোট ছোট পাসে খেলে থাকি। এই কৌশলের পরিবর্তন হতে পারে থাইল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে।
ফাইনালে খেলার স্বপ্ন নেয়ে মামুনুল বলেন,আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি সালাউদ্দিন ভাইকে দেখাতে চেয়েছিলাম,সেমিফাইনালে খেলার মতো দল আমরা। সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এখন দেশবাসীকে দেখাতে চাই,ফাইনালে খেলারও সামর্থ্য রয়েছে আমাদের।
এমআর/এমএস