দর পতনের শীর্ষে আইসিবি


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার দর পতনের শীর্ষে উঠে এসেছে আর্থিক প্রতিষ্ঠান খাতের ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এ দিন প্রতিষ্ঠানটির শেয়ারের দর কমেছে ১ হাজার ২১২ টাকা ১০ পয়সা বা ৮৯ দশমিক ৪১ শতাংশ । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, এ দিন আইসিবির শেয়ারের ফেসভ্যালু ১০০ টাকার স্থলে ১০ টাকা হয়। কর্পোরেট শেয়ারের মার্কেট লট ৫০ এর স্থলে ৫০০ করা হয়েছে। তালিকার অন্য কোম্পানিগুলোর মধ্যে যথাক্রমে শাহজিবাজার পাওয়ার কোম্পানির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৮ শতাংশ, বিডি অটোকারসের ৬ দশমিক ৮৮ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগের ৬ দশমিক ৬৬ শতাংশ, সিএ্যান্ডএ টেক্সটাইলের ৪ দশমিক ৭৮ শতাংশ ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৪ দশমিক ৫৩ শতাংশ, মেঘনা কনডেন্সড মিল্কের ৪ দশমিক ১০ শতাংশ, মেঘনা পিইটির ৩ দশমিক  ৫৭ শতাংশ,  জেমিনি সী ফুডের ৩ দশমিক  ১৩ শতাংশ এবং  পপুলার লাইফের শেয়ার দর কমেছে ৩ দশমিক শূন্য ২ শতাংশ ।


এসআই/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।