উইকেটের চরিত্র বদলের পরই বাড়তি স্পিনার!


প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

প্রথম দিন খেলা হলো একদম ফ্ল্যাট উইকেটে। তামিমের নিশ্চিত সেঞ্চুরি মিস আর মাহমুদউল্লাহর হাতে বড় ইনিংস খেলার সুযোগ হেলায় হাতছাড়া করার পরও টাইগারদের স্কোর গিয়ে দাঁড়াল ২৬৫-এ।

ওই রান তাড়া করে প্রায় জিতেই গিয়েছিল আফগানরা; কিন্তু দ্বিতীয় ম্যাচেই উইকেটের আচরণে বড় ধরনের পরিবর্তন। ফ্ল্যাট ট্র্যাকের বদলে স্লো উইকেট। ব্যাটিং উইকেটের জায়গায়  স্লো ও স্পিন সহায়ক পিচ।

খুব স্বাভাবিকভাবেই স্কোরলাইন গেল ছোট হয়ে। মাশরাফির দল থামল ২০৮ রানে। ওই রান আটকাতেই নাভিশ্বাস মাশরাফিদের। উইকেটের আচরনে পরিবর্তন আসার ২৪ ঘন্টার মধ্যে আবার স্বগতিক লাইন আপেও রদ বদল। পেসার রুবেল হোসেন বাইরে। তার বদলে বাঁ-হাতি স্পিনার মোশাররফ রুবেল ১৪ জনের দলে।

দ্বিতীয় ম্যাচে স্লো  ও স্পিন সহায়ক উইকেটে আর শেষ ম্যাচের আগে স্কোয়াডে এ রদবদল দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে- তবে কি আবার স্লো ও স্পিন সহায়ক উইকেট এবং স্পিন কেন্দ্রিক বোলিংয়ে ফিরে যাওয়া?  

১ অক্টোবর আফগানদের সাথে শেষ ম্যাচে তিন থেকে এক পেসার কমিয়ে দুইয়ে নামিয়ে এনে তিন তিনজন স্পিনার নিয়ে মাঠে নামবে মাশরাফির দল? ইতিহাস জানাচ্ছে, গত বছর বাংলাদেশ টানা চার সিরিজ (পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে) জিতেছে তার অন্যতম রূপকারই ছিলেন পেস বোলাররা।

পেসাররা ভাল বল করায় ওই চার দলের বিরুদ্ধে ১২ খেলার ১১টিতে তিনজন করে পেসার খেলানো হয়েছে। এমনকি যে জিম্বাবুয়েকে অতীতে বহুবার শুধু স্পিনে ঘায়েল করার রেকর্ড আছে, সেই দলের বিরুদ্ধেও গত নভেম্বরে তিন ম্যাচেই তিনজন করে পেসার (মাশরাফি, মোস্তাফিজ ও আল-আমিন) খেলেছেন।

গত চার ওয়ানডে সিরিজে শুধু একটি ম্যাচে দু’জন মাত্র পেসার খেলানোর রেকর্ড আছে। দিনটি ছিল ২০১৫ সালের ১০ জুলাই। ওই দিন শেরে বাংলায় দক্ষিণ আফ্রিকার সাথে দুই স্পেশালিষ্ট স্পিনার সাকিব-জুবায়ের হোসেন লিখনের সাথে পেসার কোটায় খেলেন মাশরাফি ও মোস্তাফিজ। ওই ম্যাচ হারের পর বাকি দুই খেলায় তিন পেসার (মাশরাফি, মোস্তাফিজ, রুবেল) খেলেন। তাতে সাফল্যের দেখাও মেলে।  

এখন আফগানিস্তানের বিরুদ্ধে ১৪ জনে এক ঝাঁক স্পিনারের ছড়াছড়ি। সাকিব আল হাসানের সাথে বাঁ-হাতি স্পিনারই তিনজন; তাইজুল ইসলাম ও মোশাররফ রুবেল। পেসারও সমান- মাশরাফি, তাসকিন আর শফিউল।

এখন শেষ ম্যাচে এই দিন পেসার খেলবেন? না এক পেসার কমিয়ে তিন বাঁ-হাতি স্পিনারকেই খেলানো হবে? তা নিয়েই রাজ্যেও সব জল্পনা-কল্পনা, গুঞ্জন।

এআরবি/আইএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।