ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মাশরাফির


প্রকাশিত: ০৯:০১ এএম, ২৯ সেপ্টেম্বর ২০১৬

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে ও দ্বিতীয় ওয়ানডের মধ্যে খুব বেশি পার্থক্য ছিল না। পার্থক্য একটাই, দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল হেরে গেছে। ক্যাচ মিস, ব্যাটিং বিপর্যয়, সাদামাটা ফিল্ডিং- এসবের মিল ছিল। তার পরও টাইগার বোলারদের কল্যাণে রোমাঞ্চ ছড়িয়েছিল ম্যাচটিতে।

জিততে জিততে জেতা হলো না মাশরাফিদের। জয় ছিনিয়ে নিয়েছে আফগানিস্তান। হেরে যাওয়া ম্যাচে আক্ষেপ তো থাকেই। মাশরাফির আক্ষেপ ৩২ রানের! অন্তত ২৪০ রান হলে ভালো হতো মিরপুরের উইকেটে। সব মিলে ব্যাটিংটা ভালো করতে পারেনি বাংলাদেশ দল।

আগে ব্যাট করতে নেমে নিরাপদ স্কোর গড়তে পারেনি স্বাগতিকরা। তাই ব্যাটিংয়ের আরো উন্নতি করতে হবে বলে মনে করেন মাশরাফি। পাশাপাশি সামনের ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করলেন টাইগার দলপতি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমাদের ব্যাটিংটা আশানুরূপ হয়নি। উইকেট ছিল স্লো। ২০-৩০ রান করার পর কারো বিগ ইনিংস খেলা দরকার ছিল। ২৪০ রান ভালো স্কোর হতো। আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের দিনে শেষ দিকে ম্যাচের হাল ধরেন ২০ বছর বয়সী মোসাদ্দেক। ব্যাট হাতে ৪৫ রানের মহামূল্যবান এক ইনিংস খেলেন তিনি। তার ৪৫ বলের ইনিংসটি ছিল চারটি চার ও দুটি ছক্কায়সমৃদ্ধ। মোসাদ্দেকের গুরুত্বপূর্ণ এই ইনিংসের কল্যাণে সবকটি উইকেট হারিয়ে ২০৮ রান করতে সক্ষম হয় বাংলাদেশ।

বল হাতে ১০ ওভারে একটি মেডেনসহ ৩০ রান খরচায় ২টি উইকেটও লাভ করেছেন মোসাদ্দেক। তাই মোসাদ্দেকের প্রশংসায় পঞ্চমুখ মাশরাফি। বলেন, ‘মোসাদ্দেক তার অভিষেক ওয়ানডে খেললো। শেষ দিকে নেমে ভালো ব্যাট করেছে সে। তার বোলিংটাও ছিল দারুণ। ’

এদিকে, দ্বিতীয় ওয়ানডেতে ভালো খেলেছে আফগানিস্তান। তাই প্রতিপক্ষকে অভিনন্দন জানাতে ভুল করেননি টাইগার দলপতি মাশরাফি। বলেন, ‘অভিনন্দন আফগানিস্তান।’

এনইউ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।