অপেক্ষা বাড়লো শততম জয়ের


প্রকাশিত: ০৮:৫০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

আর এক ম্যাচ জিতলেই আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচে ১০০টি জয় হবে বাংলাদেশের। এমন সমীকরণ নিয়েই বুধবার আফগানিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতে সফরকারীদের বিপক্ষে দুই উইকেটে হেরে যায় টাইগাররা। ফলে শততম জয়ের অপেক্ষা আরো বাড়লো বাংলাদেশের।

এখন পর্যন্ত ৩১৪ ম্যাচে ৯৯টি জয় পেয়েছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে জয় পেলেই শততম জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

১৯৯৮ সালে ভারতের মাটিতে (হায়দরাবাদ) ত্রিদেশীয় সিরিজে কেনিয়াকে ৬ উইকেটে হারিয়েছিল আকরাম খানের দল। আন্তর্জাতিক ক্রিকেটে ওটাই বাংলাদেশের প্রথম জয়। পরের বছর প্রথমবার বিশ্বকাপে খেলা, ইংল্যান্ডের মাটিতে স্কটল্যান্ডকে হারানোর পর পাকিস্তান বধ বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে অন্য উচ্চতায়।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে নিজেদের ৩১৫তম ওয়ানডে ম্যাচটি খেলতে নামবে বাংলাদেশ। আর এ ম্যাচে জয় পেলেই শততম জয়ের আনন্দে মাতবে মাশরাফি বিন মর্তুজার দল। দারুণ অর্জনের আনন্দে মাতবে গোটা বাংলাদেশ।

আরটি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।