ভয়াবহ খরার কবলে ব্রাজিল


প্রকাশিত: ০৫:৩৯ এএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৫

বিগত ৮০ বছরের ইতিহাসে চলতি বছর সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ব্রাজিল। খরার কারণে শস্য নষ্ট হয়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন দেশটির কৃষকরা। পরিস্থিতি এতোটাই ভয়াবহ যে ক্ষেতে সেচ দেয়ার জন্য পর্যাপ্ত পানি পাচ্ছেন না তারা। এর কারণ হিসেবে মুরিয়া নদীর পানি প্রবাহ কমে যাওয়াকে দায়ী করছেন তারা।

ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় কমেছে দুধের উৎপাদনও। এ ক্ষতি কাটিয়ে উঠতে তাদের প্রয়োজন অন্তত ৮৫ কোটি ডলারের জরুরি অর্থ সহায়তা। এরইমধ্যে সরকার দেশের কৃষকদের জন্য জরুরি তহবিল গঠনের ঘোষণা দিয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।