শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলকে চেন্নাই ছাড়ার নির্দেশ


প্রকাশিত: ০৭:৪৬ এএম, ০৪ আগস্ট ২০১৪

নিরাপত্তা জনিত কারণে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দলকে চেন্নাই ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির পুলিশ। তামিল নাড়ু পুলিশ তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেনা এমনটি জানানোর পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের ১৬ ক্রিকেটারকে এ নির্দেশ দেওয়া হয়।
 
টুর্নামেন্ট কর্তৃপক্ষ জানায়, সোমবার সকালে নিরাপত্তার কারণ দেখিয়ে দলটি টুর্নামেন্টে অংশগ্রহণে আপত্তি জানায়। এরপর তামিল নাড়ু পুশিল দলটির নিরাপত্তা দেওয়ার বিষয়ে অপারগতা প্রকাশ করলে ক্রিকেটারদের চেন্নাই ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

জেএম হারুণ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিতে রোববার রাতে চেন্নাই পৌঁছায় শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৫ ক্রিকেট দল। ৪ থেকে ৭ আগস্ট পর্যন্ত অনুষ্ঠেয় টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেওয়ার কথ‍া ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।