রাতে মাঠে নামছে বার্সা


প্রকাশিত: ১০:৪৩ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৬

লিওনেল মেসি রয়েছেন ইনজুরিতে। তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তার অনুপস্থিতিতে নেইমার-সুয়ারেজে সওয়ার হচ্ছে বার্সেলোনা। শনিবার স্পোর্টিং গিজনের বিপক্ষে ৫-২ গোলে জয় পেয়েছিল মেসিহীন বার্সা।

আজ রাত ১২টা ৪৫ মিনিটে চ্যাম্পিয়ন লিগের খেলায় বরুশিয়া ম`গ্লাডবাখের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টেন ১।  

বরুশিয়া ম`গ্লাডবাখ ঘরের মাঠে বেশ ভয়ঙ্কর। এ কথা অজানা নয় বার্সা বস লুইস এনরিকের। বরুশিয়া পার্কে খেলতে নামার আগে স্বাগতিকদের সমীহ করছেন এনরিক। বলেন, ‘নিজেদের মাঠে তারা (ম`গ্লাডবাখ) বিপজ্জনক। বল দখলের লড়াই ছাড়াও তারা চাপে ফেলে দিতে পারে আমাদের। তাদের থেকে বল নেয়া কঠিন। এ কারণে আমাদের ইতিবাচক খেলতে হবে।’

এনইউ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।